ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চতুর্থ আন্তর্জাতিক অণুজীব দিবস উদযাপিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজি (বিএসএম) এবং ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ- এর যৌথ উদ্যোগে চতুর্থ  আন্তর্জাতিক অণুজীব দিবস উদযাপন করা হয়েছে। 

 রোববার ১৭ সেপ্টেম্বর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এই দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসএম-এর ভাইস প্রেসিডেন্ট মনিরুল আলম, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ইউনুছ মিয়া, বিজ্ঞান অনুষদের ডীন ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, রেজিস্ট্রার আব্দুল মতিনসহ শিক্ষক-শিক্ষার্থবৃন্দ। মানব কল্যাণে অনুজীব বিজ্ঞানের তাৎপর্য অনুধাবনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে অণুজীব এবং অণুজীব বিজ্ঞান সম্পর্কে উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। 

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজনে অণুজীব বিজ্ঞান বিষয়ে বক্তব্য প্রদান করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সহকারী অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় আচার্য্য এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর সিনিয়র প্রভাষক আকাশ আহমেদ। অনুষ্ঠানটির আহবায়ক মোঃ আফতাব উদ্দিন বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও এই দিবসটি নিয়মিত উদযাপনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অণুজীব বিজ্ঞান গবেষণাগার প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা এবং স্নাতক স্তরের শিক্ষার্থীদের তিন মিনিট থিসিস প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিশিষ্ট অণুজীব বিজ্ঞানীদের অংশগ্রহণে মতামত বিনিময় ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার এবং সনদ প্রদানের মাধ্যমে সম্পন্ন হয় চতুর্থ আন্তর্জাতিক অনুজীব দিবসের এই আয়োজন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি